উদ্বাস্তু প্রেমিক

লেখক : কমল রুদ্র

নিশীথের রাতে একা
উন্মাতাল সমুদ্রে দাঁড়িয়ে নীরবে
কালো মেঘের ভাঁজে ভাঁজে শুকতারা খুঁজি!
চঞ্চল মন কাঁদে প্রিয়তমার শোকে
সমুদ্রের তরঙ্গে ভাঙে অবশিষ্ট হৃদয়
স্বচ্ছ কাচ আঘাতে যেমন
ঝনঝন করে ভেঙে পড়ে।
উদ্বাস্তু প্রেমিক কাঁদে
কাঁদে না আকাশের শুকতারা
রাত পেরিয়ে ভোর হয়ে আসে।
তবুও খুঁজে ফিরি প্রিয়তমার মুখ,
সে কি আমায় ছেড়ে
অন্য বুকেতে পেয়েছে সুখ?


শঙ্খবাস | প্রথম সংখ্যা | আগস্ট ২০০৯

Leave a comment

search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close